বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোটগ্রহণ চলছে। ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচন হওয়ায় প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সরেজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রের সামনে দীর্ঘ লাইন। ভোট দিয়ে এসে অনেকেই একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ কেউ অমোচনীয় কালি লাগানো আঙুলের ছবি তুলছে, আবার কেউ গ্রুপ ছবি তুলে স্মরণীয় মুহূর্ত ধরে রাখছে।
নির্বাচন একাধিকবার পিছিয়ে গেলেও শিক্ষার্থীদের আগ্রহ কমেনি শিক্ষার্থীদের। এ বিষয়ে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জামিল বলেন, ‘৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, সেটি পিছিয়েছে। আমরা ভেবেছিলাম আগ্রহ কমে যেতে পারে, কিন্তু আজ যা দেখছি, আগ্রহ একটুও কমেনি। কারণ এটা সবার প্রথম ভোট।’
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমা বলেন, ‘এটা আমার জীবনের প্রথম ভোট। অভিজ্ঞতাটা খুব ভালো ছিল। ভোটের পরিবেশ সুন্দর। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে এবং আমরা ভালো একটি সংসদ পাব, যারা আমাদের প্রতিনিধি হবে।’

ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ছবি: সারাবাংলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এহেছান আহমেদ তামিম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর জকসু নির্বাচন হচ্ছে। আশা করছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট শেষ হবে।
নির্বাচনি প্রক্রিয়া অনুযায়ী সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্রে পাঠানো হয়। ৮টা ৩৫ মিনিটে ভোটারদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে অংশ নিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব এবং শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।