জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সরেজমিনে দেখা যায়, শীত উপেক্ষা করে সকাল থেকেই শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। জকসুর প্রথম নির্বাচনে অংশ নিতে উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা।
ভোটকেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোট দিতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।