Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জকসু নির্বাচন: সংগীত বিভাগে শিবিরের জিএস-এজিএস প্রার্থীর শুন্য ভোট

জবি করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৭:১৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট গণনার সময় ২০তম কেন্দ্র হিসেবে ঘোষিত সংগীত বিভাগের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীরা কোনো ভোটই পাননি।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের নির্বাচনের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সংগীত বিভাগে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র চারটি ভোট। এই পদে তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব ১২৫ ভোট পেয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করেন।

বিজ্ঞাপন

ফলাফল দেখা গেছে, সংগীত বিভাগে জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা একটি ভোটও (০০) পাননি। অথচ অন্যান্য কেন্দ্রে তারা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে ছিলেন।

বিপরীত চিত্র দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ক্ষেত্রে। এই বিভাগে জিএস পদে ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৪৮ ভোট এবং এজিএস পদে বিএম আতিকুর রহমান তানজিল ১০৮ ভোট পেয়েছেন।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, একটি নির্দিষ্ট বিভাগে কোনো বড় প্যানেলের প্রার্থীদের শূন্য ভোট পাওয়ার ঘটনা জকসু নির্বাচনের ইতিহাসে বিরল। মূলত সংগীত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদলের একচেটিয়া সমর্থনের কারণেই এমন ফলাফল এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এই কেন্দ্রের ফলাফলের প্রভাবে ভিপি পদে ছাত্রদলের একেএম রাকিবের লিড পুনরায় বৃদ্ধি পেয়েছে। তবে জিএস ও এজিএস পদে শূন্য ভোট পেলেও সামগ্রিক ফলাফলে (২০ কেন্দ্র শেষে) শিবিরের প্রার্থীরা এখনও এগিয়ে রয়েছেন।