Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২০:৪২ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের গুরুত্বপূর্ণ ‘কারপেন্টার স্ট্রিট’ এখন থেকে তার নামেই পরিচিত হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি একটি অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।

হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে হ্যামট্রমিক সিটি কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর দায়িত্ব পালন করছেন, যাদের সক্রিয় উদ্যোগে এই নামকরণ সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

প্রবাসীদের মতে, এটি কেবল একটি সড়কের নাম পরিবর্তন নয়; বরং বিশ্ব দরবারে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ দলিল। তারা মনে করেন, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে আরও সচেতন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এর আগেও বাংলাদেশের নেতাদের নামে সড়কের নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছিল। এবার মিশিগানে বেগম খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় মার্কিন মুলুকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ী রূপ পেল।

হ্যামট্রমিক শহরটি তার বৈচিত্র্যময় জনপদের জন্য পরিচিত। সেখানে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর নামে সড়কের নামকরণ দুই দেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর