Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরগঞ্জে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারীকে গ্রেফতারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ | আপডেট: ৯ জানুয়ারি ২০২৬ ২২:১৩

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের প্রার্থী শাহ নুরুল কবির শাহীনের ওপরে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

শুক্রবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা জেনেছি, হামলাকারী একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর আত্মীয়। হামলাকারী হামলার পরে যে ভাষায় স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে তাতে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে এবং হুমকি দিয়েছে। এই ব্যাপারে আমরা ঈশ্বরগঞ্জের নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। উৎসবমুখর নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ১১ নম্বর বড়হিত ইউনিয়নের নশতি বাজার মসজিদে এশার নামাজ পড়ার প্রাক্কালে শাহ নুরুল কবির শাহীন ও তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈশ্বরগঞ্জ উপজেলা নেতাদের ওপরে হামলা করে জনৈক তানভির আহমেদ তানিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী। শাহিনের সঙ্গে ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদসহ স্থানীয় নেতারা।’

ফজলে বারী মাসউদ আরও বলেন, ‘ইশ্বরগঞ্জ উপজেলা সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ আমাদের জানিয়েছেন, তারা এশার নামাজ আদায়ের জন্য মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় তানভির আহমেদ তামিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের ওপরে হামলে পড়ে। মসজিদের সন্মান ও নামাজীদের নিরাপত্তা বিবেচনায় তারা শক্ত প্রতিরোধের বদলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারপরেও তারা ঔদ্ধত্বমূলক আচরণ করে।’

প্রসঙ্গত, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল কবীর শাহিন অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে এই আসনের এমপি ছিলেন। পরবর্তীতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর