Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই দিনে প্রার্থিতা বাতিল চেয়ে মঞ্জুরুল ও হাসনাতের পাল্টা আবেদন

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২২:৩৮ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ০০:২৮

ছবি: সংগৃহীত

‎ঢাকা: ‎কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একই দিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ‎শুক্রবার (৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেছেন।

‎নির্বাচন কমিশনে আপিলের শেষ দিনে শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও এই সময়ের পরেও দীর্ঘ সারি দেখা যায়। তবে বিকেল ৫টার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান ইসি কর্মকর্তারা।

‎ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। ‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

এর আগে, বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

‎আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর