ঢাকা: চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের প্রার্থিতা আপিল শুনানিতেও বাতিল হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন নামঞ্জুর হয়। দ্বৈত নাগরিত্বের কারণে এই জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং অফিসার।
শুনানিতে প্রার্থী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই বহাল রাখে নির্বাচন কমিশন।
শুনানি শেষে একেএম ফজলুল হক অভিযোগ করে বলেন, “আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের মধ্যে কাগজপত্র সাবমিট না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মত নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি।
এ সময় তিনি আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান।