Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুল হকের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৮:৩০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৮:৩৩

খেলাফত মজলিসের আমির মামুনুল হক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের একান্ত বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহবায়ক নাহিদ ইসলামের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে মোহাম্মদপুরস্থ মামুনুল হকের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে ‘হ্যা’ এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার (১১ জানুয়ারি) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর