ঢাকা: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সারাদেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার পর গত ৮ ডিসেম্বর শহিদ ওসমান হাদি ও ২৯ জানুয়ারি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারিকে বিএনপি সন্ত্রাসীরা হত্যা করেছে। গাইবান্ধার পলাশবাড়ীতে শিবির কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছি। সেখানে ৫ জন আহত হয়েছেন। দাঁড়িপাল্লার পক্ষে কাজ করায় কক্সবাজারে একজন সাধারণ ভোটারকে সন্ত্রাসীরা হামলা করে আহত করেছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শনিবার (৩১ জানুয়ারি) ভোলা-২ বোরহানউদ্দিন-দৌলতাখান আসনে মুফতি মাওলানা ফজলুল করিমের কর্মী সমর্থকরা প্রচারের সময় বিএনপিপ্রার্থী হাফিজ ইব্রাহিমের নেতাকর্মীরা হামলা করে। সেখানে জামায়াতের ৬ জন নেতাকর্মী আহত হন।
তিনি বলেন, যশোরের শার্শা ও ঝিকরগাছায় নির্বাচনি কাজের সময় নারী কর্মীদের ওপর হামলা করা হয়েছে। নোয়াখালীতে নারী কর্মীদের হুমকি দেওয়া হয়। কুষ্টিয়াতে যুবদলের নেতারা জামায়াতের নারী কর্মীদের কাছ থেকে লিফলেট ছিনিয়ে নিয়েছেন। সেখানে আমাদের প্রার্থী মুফতি আমির হামজার মা এবং নারী কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে। সীতাকুণ্ডু এবং নওগাঁয় নির্বাচনি প্রচারে বিএনপি নেতারা অব্যাহতভাবে বাধা দিচ্ছেন। নারী কর্মীদের বাধা দেওয়া হয়েছে।
‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো অভিযোগ এসেছে; এরমধ্যে অর্থ বিতরণ। চট্টগ্রাম-১৪ বিএনপি প্রার্থীর পাঁচ লাখ টাকা বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঢাকায় ইমাম এবং খতিবদের মধ্যে অর্থ বিতরণের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে, সামাজিক যোগযোগমাধ্যমে দেখেছি। সহিংসতা এবং ভাঙচুরের ঘটনার মধ্যে ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের কোপানো, সীতাকুণ্ডে ব্যানার পোড়ানো, সুনামগঞ্জে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় বিএনপি নেতাদের পক্ষ থেকে ভোটের দিন দেখে নেওয়া হবে এ রকম উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, গাইবান্ধা জেলায় পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির নেতা মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলি করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অস্থীতিশীল করার জন্য এসব করা হচ্ছে। ফরিদপুরে অস্ত্রসহ যুবদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। মাগুরার শালিখায় বিএনপি এবং যুবদলের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের কাছ আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এহসানুল মাহবুব বলেন, বিএনপির পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে শেরপুরে যুবদল নেতা সাইফুল হত্যার ঘটনা জানেন। কিশোরগঞ্জে জামায়াতের হাতে বিএনপি নেতা খুন এমন গুজব ছড়ানো হয়েছিল। আসলে পারিবারিক কারণে এ ঘটনা ঘটেছিল।
তিনি আরও বলেন, দলের আমির ডা. শফিকুর রহমান দুদিনের ফেনী, লক্ষীপুর, নোয়াখালী ও কুমিল্লা সফর শেষে আজকে ঢাকায় আসবেন। ঢাকা-কুমিল্লা মহাসড়কের পাশে কয়েকটি জনসভায় বক্তব্য দিয়েছেন। পরে ঢাকা জেলার কেরানীগঞ্জে একটি বড় জনসভায় অংশ নেবেন। সন্ধ্যার পরে তিনি ঢাকা-১০ আসনে ধানমন্ডিতে জসিম উদ্দিন সরকারের জনসভায় অংশ নিয়ে বক্তব্য দেবেন।
‘আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কুমিল্লা, বিবাড়িয়া, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় সফর করছেন। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে নির্বাচনি জনসভা পথসভা হচ্ছে। আমরা সময় সময় আপনাদের অবহিত করছি। আবারও জানাব। মাঝে মাঝে কিছু কর্মসূচি পরিবর্তন হচ্ছে। সেগুলো আমরা জানাতে চেষ্টা করি।’