Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মভূমিতে ভোট চাইতে আসিনি, এসেছি দোয়া চাইতে: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৬:৪৭

বগুড়া থেকে সিরাজগঞ্জের যাওয়ার পথে শাজাহানপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বগুড়া: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরেরই ছেলে, ফের আপনাদের মাঝে ফিরে আসব ইনশাআল্লাহ। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে আমার বাবার বাড়ি। আমার জন্মভূমিতে আমি ভোট চাইতে আসিনি। এসেছি দোয়া চাইতে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত ধানের শীষের পথসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত দিনে এই আসন থেকে বারবার আমার মা বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আপনারা আমার মা-বাবা ও আমার জন্য দোয়া করবেন। এই বগুড়ার মানুষ আগামী দিনে যেন দেশ গড়ার দায়িত্ব পান। আপনরাই হবেন দেশ গড়ার কারিগর।

বিজ্ঞাপন

নির্বাচনি সমাবেশে যোগ দিতে বগুড়া থেকে সিরাজগঞ্জের যাওয়ার পথে শাজাহানপুরে হঠাৎ এই পথসভায় তারেক রহমানের উপস্থিতি ও বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বক্তব্যে তারেক রহমান শাজাহানপুরসহ বগুড়ার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাবতলী-শাজাহানপুর উন্নয়নে বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহিন সানিসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সারাবাংলা/এইচআই