Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষকে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন হবে: তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৮:১৬ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৩২

বগুড়ায় তারেক রহমান বক্তব্য দিচ্ছেন।

বগুড়া: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষকে জয়যুক্ত করলে দেশের উন্নয়ন হবে। অতীতে যতবার ধানের শীষ জয়ী হয়েছে প্রত্যেকবার বিএনপি চেষ্টা করেছে ধুনট এবং শেরপুরবাসীর উন্নয়ন করতে।

বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে শনিবার (৩১ জানুয়ারি) বেলা দেড়টার দিকে শেরপুর শহরের ধুনট মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মোঃ সিরাজের জন্য ভোট চান।

তারেক রহমান বক্তব্যে বলেন, আজ বহু বছর পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। মহান আল্লাহর কাছে এজন্য হাজার লাখো কোটি শুকরিয়া। প্রিয় শেরপুর এবং ধুনটবাসী। আগামী ১২ তারিখে দেশে বহুল প্রত্যাশিত নির্বাচন। আপনাদের সবার কাছে এলাকার সন্তান হিসাবে আমার বিনীত অনুরোধ থাকবে। ইনশাল্লাহ প্রতিবারের মতো এবারও বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষের প্রার্থী গোলাম মোঃ সিরাজকে আমরা জয়যুক্ত করব। সকলে ভালো থাকবেন। নির্বাচনের পরে ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আপনাদের ঘরের সন্তান তারেক রহমান বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। এর আগে যখন আসতাম তখন এলাকা ঘুরে ঘুরে আপনাদের সাথে কথা বলতাম। কাজ দেখতাম। আপনাদের এই এলাকার উন্নয়নসহ মানুষের দুঃখ-কষ্ট দেখভালের জন্য আমি বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী মোরশেদ মিলটনকে দায়িত্ব দিয়ে গেলাম।

নিজের নির্বাচনি প্রচারে তিনি বলেন, আপনারা ধানের শীষে ইনশাল্লাহ ১২ তারিখে মিলটনকে জয়যুক্ত করবেন। মিলটনের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের যত কাজ ইনশাল্লাহ করব।

তারেক রহমান আরও বলেন, আজকে আমাকে ছেড়ে দেন। আমি তো ঘরের ছেলে। ইনশাল্লাহ আবারও আসব। আমার জন্য দোয়া করবেন। আমি যেন দেশের জন্য কাজ করতে পারি।

পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা, জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, ধুনট উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল প্রমুখ।

পথসভা শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।

শাজাহানপুরে এই পথসভায় তারেক রহমানের উপস্থিতি ও বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর