Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কেউ বাড়ি ফিরতে পারবে না: নাসীরুদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: ভোটকেন্দ্র দখলের যে কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ভোটকেন্দ্র দখল করতে এলে কাউকেই বাড়ি ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনি প্রচারকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য ও তৎপরতা পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ভোটকেন্দ্র দখল করতে এলে তাকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঢাকা-৮ আসনে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠেই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে এবং রাতে ঘুমানোর আগেই পরদিনের চাঁদাবাজির পরিকল্পনা করে। কিন্তু জনগণ আর চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। এ কারণেই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, গুলিস্তানে হকিস্টিক ও স্ট্যাম্প শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে, যা ভোটকেন্দ্র দখলের প্রস্তুতির ইঙ্গিত বহন করে। তবে এসব পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেন। জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানান তিনি।

নির্বাচনি প্রচারের অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী খিলগাঁও বাজার, অফিসার্স কলোনি, মমিনবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর