ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে দেশের জনবহুল স্থানে সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা বিনামূল্যে দেওয়ার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন ও ডিজিটাল সুবিধার পরিধি আরও বাড়ানো হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিনামূল্যে ইন্টারনেট প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ধাপে ধাপে দেশের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, গ্রামীণ ডিজিটাল সেন্টার, হাসপাতাল, রেলস্টেশন ও বিমানবন্দরসহ জনবহুল স্থানে ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে উদ্যোক্তা ও কর্মজীবীরা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করতে পারবেন।
বিএনপি ক্ষমতায় গেলে মেধাবী ও দক্ষ তরুণদের জন্য নতুন সুযোগ-সুবিধা তৈরি করা হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
অনলাইন ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পেপাল সেবা বাংলাদেশে চালুর প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে কাজ শুরু করেছে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলে জনগণের ক্ষমতায়নই হবে দলের অন্যতম প্রধান অগ্রাধিকার।