Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য বদলের: তারেক রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ২১:৪১

টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

টাঙ্গাইল: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিন হচ্ছে, দেশ গড়ার দিন। আগামী দিনের রাজনীতি, মানুষের ভাগ্য বদলের। মানুষের শুভদিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, সতর্ক থাকি তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টাঙ্গাইল সদর উপজেলার দরুন চরজানা এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এখনো কোনো কোনো মহল চেষ্টা করছে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্থ করা যায়। তাদের বিভিন্ন লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে; বিশেষ করে যারা মা-বোন আছেন তাদের থেকে এনআইডি নম্বর নেওয়ার চেষ্টা করছে। বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে। এভাবে করে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনাদের ঘরে গিয়ে যদি এ রকম ঘটনা হয়ে থাকে সে ব্যপারে মা বোনদের সতর্ক করবেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, যারা ভোটের আগেই এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে দেশকে বিক্রি করে দিবে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, এইবার ধীরে স্বস্তিতে ভোট দিতে যাব, তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে। আগের দিন থেকেই ভোট দেওয়ার প্রস্তুতি নিতে হবে। যাতে আপনার ভোট অন্য কেউ সিল দিয়ে আসতে না পারে। যার যার এলাকার ভোট কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অন্য কোনো এলাকা থেকে এসে ভোট দিচ্ছে কিনা এ ব্যপারে সতর্ক থাকতে হবে। ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে যেতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না।

‘আমরা ২০০৮ সালে দেখেছি বাক্সে ম্যাজিক দেখানো হয়েছিল। ভোটের রেজাল্ট পালটে দেওয়া হয়েছিল। এবার যাতে করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষকে বিজয়ী করুন। বিএনপির ধানের শীষ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যে পরিকল্পনা নিয়েছে ১৩ তারিখ থেকেই তা শুরু করব ইনশাল্লাহ। এই দেশ কোনো একটি দলের না, এই দেশ কারও ব্যক্তিগত না। এই দেশের মালিক কোটি কোটি জনগণ।

তারেক রহমান বলেন, এই টাঙ্গাইল থেকে তৈরি তাঁতের শাড়ি-টুপি দেশের বিভিন্ন দেশে যায়। আমরা পরিকল্পিতভাবে যদি চেষ্টা করি তাহলে বিদেশের বাজার ধরতে পারব। আপনাদের এলাকায় প্রচুর আনারস চাষ হয়। টাঙ্গাইলে নতুন করে পাটশিল্পের সম্ভাবনা তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে আমরা চেষ্টা করলে পাটশিল্পকে বিদেশে রফতানি করা সম্ভব।

তিনি বলেন, আমরা সবসময় বিএনপি করি। আমরা সবসময় সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে জাত-পাত মুখ্য নয়। আমাদের কাছে মুখ্য হচ্ছে-আমরা সবাই বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মানুষ। কাজেই মানুষকে মানুষ হিসেবেই আমরা মূল্যায়ন করতে চাই।

তিনি আরও বলেন, আমরা যদি দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি, তাহলেই কেবল দেশ ও জনগণের প্রকৃত সমস্যাগুলোর সমাধান সম্ভব।

দেশ গড়তে সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, সেই কাজগুলো করা গেলে এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এলাকার উন্নয়ন হবে সে কাজগুলো আমরা করতে চাই। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের নেতাকর্মীসহ বাংলাদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে, স্বৈরাচারের পতন ঘটেছে। এখন আমাদের দেশ গড়তে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, দেশ গঠন করতে হবে। আপনারা কি দেশ গঠনে আমাদের সঙ্গে থাকবেন?

টাঙ্গাইলসহ সারাদেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান, এই অঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা, টাঙ্গাইলের তাঁত শিল্পকে পুনরুজ্জীবিত করে মধুপুর অঞ্চলের আনারসকে প্রক্রিয়াজত করার মাধ্যমে আন্তর্জাতিক বাজার সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।

দল বিজয়ী হলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে নারী ও কৃষকদের সহযোগিতা করার কথাও বলেন তিনি।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ও অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির শিশুবিষয়ক সস্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, লুৎফর রহমান মতিন, এসএম ওবায়দুল হক নাসির, সাবেক ছাত্রদল নেতা রবিউল আউয়াল লাভলু।

এর আগে সিরাজগঞ্জ থেকে রওনা দিয়ে তারেক রহমান বিকেল সাড়ে পাঁচটার দিকে জনসভাস্থলে পৌঁছান। মঞ্চে উঠেই তিনি দলীয় নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার ৮টি আসনের দলীয় প্রার্থীকে জনসাধারণের সামনে পরিচয় করিয়ে দেন ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে, রাজশাহী ও রংপুর বিভাগে কয়েক দিনের ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে শনিবার দুপুরে সিরাজগঞ্জে এবং বিকেলে টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেন তিনি। এরপর জনসভা শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন বিএনপির চেয়ারম্যান।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল সহকারে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে আসতে থাকে। বিকেলের মধ্যেই পুরো এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় জনসভাস্থলের আশপাশ এলাকা।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর