Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস তাসনিম জারার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ২২:১১

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

ঢাকা: বিশ্বমানের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি গ্যাসসহ ঢাকা-৯ আসনের সব সংকট সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব আশ্বাস দেন।

এর আগে সকালে দাশেরকান্দি বাজার এলাকায় নির্বাচনি প্রচারে অংশ নেন ডা. তাসনিম জারা। প্রচার শেষে তিনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারে ডা. তাসনিম জারা বলেন, নির্বাচিত হলে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে ঢাকা-৯ আসনের প্রতিটি স্কুলে ল্যাব ও লাইব্রেরি চালু করা হবে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও শক্তিশালী করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা-৯ আসনের অন্যতম বড় সমস্যা মাদক। মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসন ও নিরাময়ের জন্য সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

ইশতেহার ঘোষণার আগে বক্তব্যে ডা. তাসনিম জারা বলেন, ঢাকা-৯ এই শহরের প্রাণ হলেও আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। আমরা গুলশান-বনানীর মতো একই হারে ট্যাক্স ও বিল দেই, কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির।

তিনি অভিযোগ করে বলেন, ভোটের সময় নেতারা এলাকায় আসলেও নির্বাচনের পর তারা আর খোঁজ রাখেন না। রাষ্ট্র কেবল রাজস্ব আদায়ের ক্ষেত্র হিসেবেই ঢাকা-৯ আসনকে দেখে।

তিনি আরও বলেন, আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা পরিষ্কার—ঢাকা-৯-এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।

অনুষ্ঠানে ডা. তাসনিম জারা ছয়টি প্রধান সমস্যা ও তার সম্ভাব্য সমাধান তুলে ধরে নিজের ইশতেহার পাঠ করেন।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ঢাকা-৯ আসনের জন্য নির্বাচনি ইশতেহার প্রকাশ করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর