ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারে ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে তিনি ঢাকা-১৭ আসনের শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আরাফাত রহমান কোকোর স্ত্রীর এই আকস্মিক নির্বাচনি প্রচারে অংশগ্রহণে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় পর পরিবারের কোনো সদস্য সরাসরি মাঠে নামায় সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়।
গণসংযোগকালে শামিলা রহমান স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।