।। সিনিয়র কসেসপন্ডেন্ট।।
ঢাকা: ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ শ্লোগান বুকে-পিঠে লিখে নয়া পল্টনে বিএনপির সমাবেশে এসেছেন জাহিদুর রহমান নামে বিএনপির এক কর্মী। তাকে ঘিরে অনেকেই সেলফি তুলছেন। আবার কেউ দুর থেকে মোবাইলে ছবি তুলে নিচ্ছেন।
শুক্রবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় জোনাকী সিনেমা হলের বিপরীত পাশে জাহিদ নামের ওই কর্মীকে বুকে-পিঠে লেখা স্লোগানরত অবস্থায় দেখা যায়।
জাহিদা হাসান ইমন (৩৯) সারাবাংলাকে বলেন, ‘খালেদা জিয়াকে ভালবাসি, তিনি আমার নেত্রী, তিনি আমার মা, তিনি এদেশের নেত্রী। তাকে মিথ্যা মামলায় সরকার জেলে ভরে রেখেছে। তাই আমি বুকে-পিঠে এভাবে লিখে প্রতিবাদ জানাতে এসেছি।’
জাহিদ হাসান ইমন খোলা গায়ে থাকা এবং তার সাথে সেলফি তোলা দেখে পল্টন থানা পুলিশের একটি গাড়ি বারবার ঘুরছিল বলে জানান জাহিদ।
তার সঙ্গে আসা মাসুদ হাসান নামে বিএনপির আরেক নেতা বলেন, জাহিদ নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে এসেছেন। জাহিদ রুপগঞ্জ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। কোথাও বড় কোনো সমাবেশ হলেই তিনি বুকে-পিঠে এভাবেই যোগ দেন বলে জানান মাসুদ।
সারাবাংলা/ইউজে/একে