Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থীতা নিয়ে খালেদাসহ ২৮ জন হাইকোর্টে, বাধা কাটলো ১১ জনের


৯ ডিসেম্বর ২০১৮ ২০:৫৫

||সিনিয়র করেসপন্ডেন্ট||

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া ২৮ জন প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এর মধ্যে প্রথম দিনে ১১জন তাদের পক্ষে আদেশ পেয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টের পৃথক পৃথক বেঞ্চে এসব আবেদনের শুনানি হয়।

হাইকোর্টের আদেশে যারা প্রার্থী হতে পারবেন তারা হচ্ছেন -নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ও দিনাজপুর সদরের মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে উপজেলা বিএনপির সভাপতি পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওগাঁ-৫ আসনে বিএনপির প্রার্থী নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক, পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী পঞ্চগড় সদরের মেয়র তৌহিদুল ইসলাম, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপির প্রার্থী শাহজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল সরকার, বগুড়া-৩ আসনে বিএনপির আব্দুল মুহিত তালুকদার, কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলা) আসনের স্বতন্ত্র প্রার্থী গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জাতীয় পাটি প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী, নওগাঁ-৪ আসনে স্বতস্ত্র প্রার্থী আফজাল হোসেন (স্বতন্ত্র), এবং একেএম মাহফুজুর রহমান (আসনের খোঁজ পাওয়া যায় নাই)।

এদিকে, চার প্রার্থীর আবেদনের শুনানি শেষে আগামীকাল আদেশের জন্য রেখেছেন আদালত। এ চারজন হলেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালকদার দুলু ও আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এছাড়া পাচঁ জনের আবেদনের বিষয়ে আগামীকাল সোমবার শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত। এরা হলেন- হিরো আলম, মমতাজ হোসাইন, এস এম মুজিবুর রহমান, রশিদুল ইসলাম ও ডা. এ জেড এম জাহিদ।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ওআখাউড়া) আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান, মো.আক্তার হোসেন, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও সৈয়দ শহিদুল হক জামালের আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন আদালত। এবং সামির কাদের চৌধুরী ও আবুল হাশেমের আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

এছাড়া ময়মনসিংহ-১ আসনে বিএনপির সমর্থিত আলী আজগরের বিরুদ্ধে রিট করেছে ফারমার্স ব্যাংক। এ রিটের শুনানি নিয়ে হাইকোর্ট তার মনোনয়নপত্র স্থগিত করে রুল জারি করেছেন।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এসব মামলার পৃথক শুনানি অনষ্ঠিত হয়।

আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন আগামীকাল শুনানির জন্য দিন ঠিক করেছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।

উল্লেখ্য নির্বাচনী এসব মামলার ভীড় থাকায় কোর্টের নির্ধারিত সময় বিকাল চারটার পেরিয়ে সন্ধ্যা পৌনে ছয়টা পর‌্যন্ত শুনানি হয়।

সারাবাংলা/এজেডকে/এমএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর