||বিশেষ সংবাদদাতা||
অবৈধভাবে ভোটকেনার জন্য টাকা বিতরণকালে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ চার লাখ টাকাও উদ্ধার করা হয়েছে বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল রানা।
তিনি জানান, আটককৃত ওই যুবক সম্ভাব্য ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা পড়েন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ঢাকা-৮ আসনে বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী মির্জা আব্বাসের কর্মী বলে স্বীকার করেন।
আটককৃত যুবককে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ চলছে।
সারাবাংলা/এমএম