Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈশ্বরদীতে নির্বাচনি প্রচারে হামলা, বিএনপির প্রার্থী গুরুতর আহত


২৬ ডিসেম্বর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৩২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পাবনা : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন পাবনা-৪ আসনের (ঈশ্বরদী) বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে নির্বাচনি প্রচারণা চালানোর সময় দুর্বত্তদের হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে নির্বাচনি প্রচার চলার সময় চার-পাঁচজন অজ্ঞাত দুর্বৃত্ত হাবিবুর রহমান হাবিবের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি ঘটলে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে। দুপুর ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তার অস্ত্রোপচার চলছিলো।

এদিকে এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তার বিশ্বাস।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকি হামলার কথা নিশ্চিত করেছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

ইশ্বরদী নির্বাচিন প্রচারণায় হামলা