।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ড. কামাল হোসেনরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের নামে জনগণের রায়কে ডাকাতি করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, বলে মন্তব করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
রোববার (৩০ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নানক বলেন, আমরা কঠোর হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ‘জনগণের ভোট ডাকাতি করার অধিকার কারও নেই। জনগণের রায়কে নিয়ে কারও রাজনীতি করতে দেওয়া হবে না।’
বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট ভোট বর্জনের ঘোষণা করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রার্থী, নেতা-কর্মী ও ভোটারদের শেষ পর্যন্ত ভোটকেন্দ্রে উপস্থি থেকে চূড়ান্ত ফলাফল নিয়ে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
সারাবাংলা/এনআর/এমআই