Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা শেখ হাসিনাকে অবসর নিতে দেব না: সেতুমন্ত্রী


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ফেনী: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব চাইলেই অবসর নিতে পারেন না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবসর নেওয়াটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। তবে বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে তাকে সঙ্গতি রাখতে হবে। আমরা তাকে রাজনীতি থেকে অবসর নিতে দেব না। মঙ্গলবার ( ২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সেতুমন্ত্রী বলেন, ‘বিগত ৪৩ বছরে সততা, যোগ্যতা ও দক্ষতায় কেউ শেখ হাসিনাকে অতিক্রম করতে পারেননি। তিনি নিজেকেই নিজে অতিক্রম করেছেন। ইচ্ছে করলেই তিনি রাজনীতি ছেড়ে চলে যেতে পারেন না। ‘

সংবাদ সম্মেলনে বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের দিন সকাল বেলা থেকে ২৪ ঘণ্টা খালেদা জিয়ার অবস্থান কেউ জানত না। খালেদা জিয়াকে মির্জা ফখরুল কোথায় লুকিয়ে রেখেছিলেন। ফখরুল যে রহস্য উন্মোচন করতে চাচ্ছেন, এর সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। মির্জা ফখরুল কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘খালেদা জিয়া যতটা না অসুস্থ, তার চাইতে তার অসুস্থতা নিয়ে বেশি রাজনীতি করা হচ্ছে। এ বিষয়টাকে তারা রাজনৈতিক কালার দিতে চাইছে। নীতি নির্ধারণে দুর্বলতা ও নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি ক্রমাগত জন সমর্থন হারাচ্ছে। তারা নির্বাচনেও ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। ‘

এ সময় ৫ম উপজেলা নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘এখনো কেন্দ্রীয় মনোনয়নের ঘোষণা চূড়ান্ত হয়নি। ৩টি সার্ভে রিপোর্টের সঙ্গে তৃণমূলের পাঠানো তালিকা দেখে দলের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা করবেন।’

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ডাকসু নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না। এই নির্বাচনে ফল না এলেও সরকারের মাথায় আকাশ ভেঙে পড়বে না। এদিকে, বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ না মেনে তৃণমূলের নেতারা নমিনেশন জমা দিচ্ছে। প্রথম ধাপে ৭ জন এবং ২য় ধাপে ৩৭ জন মনোনয়ন নিয়েছে বলে তথ্য এসেছে।’

সড়ক ও জনপদ অধিদফতরের উন্নয়নের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘চলতি বছরের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হবে। ইতোমধ্যেই পদ্মা সেতুর ৬৩ শতাংশ কাজ শেষে হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। মেট্রোরেল স্ক্রু ফাইলিং উদ্বোধন হচ্ছে। মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ হবে।

মন্ত্রী আরও বলেন, ‘চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ট্যানেল নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। ফেনী-লক্ষ্মীপুর-কুমিল্লা-লাকসাম সড়কে ফোর লেনের কাজ শুরু হচ্ছে। কাঁচপুর ২য় সেতু আগামী মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। জুন মাসে মেঘনা ও গোমতী ২য় সেতু উদ্বোধন করা হবে। এগুলো উন্মুক্ত হলে দীর্ঘ দিনের যানজটের অবসান হবে।’

এ সময় ওবায়দুল কাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের লালপুলে বহুল প্রত্যাশিত আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথা বলেন। তিনি বলেন, এ নিয়ে সার্ভেসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে।’

তথ্য প্রযুক্তি আইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, ‘আইসিটি আইনের বিধি-প্রবিধি মার্জিত করা যায়। তবে বিগত সময়ে এর অপপ্রয়োগ লক্ষ করিনি। এর মাধ্যমে কেউ হয়রানি বা নির্যাতনের শিকার হবে না। এর উদ্দেশ্য দুষ্টের দমন, সৃষ্টের লালন, সাইবার ক্রাইমের বিরুদ্ধে অবস্থান। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।‘

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার (পিপিএম), ফেনী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ অনেকেই।

সারাবাংলা/এনএইচ/এমএনএইচ

ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর