Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আদালত ছাড়া সুযোগ নেই: হানিফ


৩ এপ্রিল ২০১৯ ১৮:১৬

ঢাকা: বিএন‌পির উদ্দেশে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা গতকাল খালেদা জিয়ার মুক্তির জন্য মিলাদ মাহফিল করেছে। মুক্তি কে দেবে? খালেদা জিয়ার মুক্তি দেবে আদালত। একমাত্র দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তি দিতে পারে আদালত।’

বুধবার (৩ এপ্রিল) দুপু‌রে বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম‌দিন উপলক্ষে ঢাকা আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে এক আলোচনাসভায় হানিফ এ কথা বলেন।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘আদালত ছাড়া কোনো সুযোগ নেই।’ বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আইনি প্রক্রিয়া বাদ দিয়ে আন্দোলন করেন কেন? আর আন্দোলনের হুমকি দিয়ে লাভ আছে কি? আপনাদের আন্দোলনে জনগণের সমর্থন নেই তার প্রমাণ বহুবার পেয়েছেন। জনগণ সমর্থন দেয়নি বলে পেট্টোলবোমা দিয়ে মানুষকে মেরেছেন। এই সমস্ত পাপের কারণে আপনাদের নেতারা জেলে এবং পলাতক।’

বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার শাসনামল সম্পর্কে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘তারা ক্ষমতায় থেকে দেশের উন্নতি করতে পারেনি। এখন ক্ষমতার বাইরে থেকে যড়যন্ত্র করছে।’

হানিফ আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে দেখে যারা বলত আহা কী সুন্দর! কিন্তু দেখতে সুন্দর হলে কী হবে, তার ভেতরটা যে কালো তা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত। ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেনি। ছেলেকে দিয়ে ধ্বংস করেছে। দুর্নীতি করতে করতে এতিমের টাকা পর্যন্ত আত্মসাৎ করেছে।’

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘‌বিএন‌পি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাঝেমধ্যে মি‌ডিয়ার সামনে যে ডায়ালগ দিচ্ছেন আরও দিতে পারেন। এতে কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক রাজনীতি চায় না। জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। বঙ্গবন্ধুর বাংলা‌দেশকে নি‌য়ে যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন পূরণে কেউ বাধা দিতে এলে দেশের জনগণ সেই বাধা উড়িয়ে দেবে।’

হানিফ বলেন, ‘হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করে বিএনপি পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে তারা সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশকে পৃথিবীর সকল দেশ বলতো, বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। আজ সেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।’

সারাবাংলা/এমএমএইচ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর