আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি সম্ভব: হানিফ
৮ এপ্রিল ২০১৯ ২২:২৭
ঢাকা: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশে বলেছেন, আপনাদের মূল লক্ষ্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চিকিৎসা ও রোগমুক্তি নয়। আপনাদের মূল লক্ষ্য হচ্ছে, চিকিৎসার নামে রাজনীতি করা। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব। তাই সেই পথে নামুন। এর বাইরে অন্য কিছুতে কোনো লাভ হবে না।
সোমবার (৮ এপ্রিল) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)’তে ‘কর্মদক্ষতা ভিত্তিক অগ্নিসুরক্ষা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি এই সেমিনারের আয়োজন করে।
সম্প্রতি রাজধানী ঢাকায় অগ্নিদুর্ঘটনায় সরকারকে দায়ী করে দেওয়া বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আমরা এমন একটা দুর্ভাগা জাতি। আমাদের দেশে প্রত্যেকটি বিষয় নিয়েই মানুষ রাজনীতি খুঁজে বেড়ায়। একটা দুর্ঘটনায় যখন মানুষের জীবন বিপন্ন হয়, সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করা হয়, আমাদেরকে এ মানসিকতা থেকে বের হতে হবে।’
হানিফ আরও বলেন, ‘উন্নত দেশগুলোতেও আগুন লাগে। আপনারা সব ক্ষেত্রে খালি দোষ খুঁজে বেড়িয়েন না। লন্ডন, আমেরিকা রাশিয়াতেও আগুন লাগে! তাহলে ফখরুল সাহেবরা কী বলবেন, লন্ডনের সরকার ব্যর্থ, আমেরিকার সরকার ব্যর্থ, রাশিয়ার সরকারও ব্যর্থ?’
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আমরা বারবার বলেছি, বাংলাদেশে যে কোনো দণ্ডপ্রাপ্ত কয়েদির সুচিকিৎসার ভার কারা কর্তৃপক্ষের। খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। সেই মানবিক কারণে তার সর্বোচ্চ চিকিৎসা যাতে নিশ্চিত হয় সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে।’
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি কেন, কী কারণে এসেছে জানি না। প্যারোলে মুক্তি চেয়ে খালেদা জিয়া যদি আবেদন করেন তাহলে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেবে দেখবে। এটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর বাইরে আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। এ ধরনের আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তির বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হোসেন মনসুরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন রাজউকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আলী আহম্মদ খান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোনাজ আহমেদ নূর।
সারাবাংলা/এনআর/একে