Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০ শতাংশ বিবাহ-বিচ্ছেদ ফেসবুকের কারণে: হানিফ


১১ এপ্রিল ২০১৯ ২৩:২১

ঢাকা: ফেসবুক ব্যবহারের কারণে শতকরা ৯৫ ভাগ বিবাহ-বিচ্ছেদ হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর আজিমপুরে ১৪ দল আয়োজিত অভিভাবক সমাবেশে হানিফ এ তথ্য জানান।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ছেলেমেয়েরা পড়াশোনায় মনোযোগ না দিয়ে ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছে। অভিভাবকরা যারা এখানে আছেন, আপনারা ছেলে-মেয়েদের স্মার্ট ফোন কিনে দেওয়ার আগে এ বিষয়গুলো চিন্তা করবেন। তাছাড়া ফেসবুকে চ্যাটিংয়ের কারণে স্বামী স্ত্রীকে সন্দেহ করছে, স্ত্রী সন্দেহ করছে স্বামীকে। নিজেদের মধ্যে কলহ দিনদিন বাড়ছে। এক পরিবারে পাঁচজন সদস্য থাকলে পারিবারিক কথা আর হয় না, সেখানে দেখা যায় সবাই ফেসবুক নিয়ে বসে আছে।’

হানিফ বলেন, ‘বছরের ৩০ হাজার বিবাহ বিচ্ছেদ হলে এর মধ্যে শতকরা ৯০ ভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে ফেসবুকের কারণে।’

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘ফেনীর ছাত্রী রাফি হত্যার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

সড়ক দুঘটনা সম্পর্কে হানিফ বলেন, ‘যিনি ড্রাইভিং লাইসেন্স দেন, রোড পারমিট দেন সড়ক দুঘটনার জন তারাও দায়ী। যে চালককে লাইসেন্স দেওয়া হয় তাদের অধিকাংশই অশিক্ষিত ও অর্ধশিক্ষিত। কোনো আইন জানে না, ন্যূনতম জ্ঞান নেই। তাদের লাইসেন্স দেওয়ার কারণে এ সমস্যা হয়। প্রত্যেক দুর্ঘটনার পর যানবাহনের মালিককেও আসামি করে মামলা দিতে হবে। তাহলে মালিকরা আর অদক্ষ চালককে নিয়োগ দেবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাতসহ অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

ফেসবুক হানিফ

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর