‘মির্জা ফখরুল কেন পার্লামেন্টে যাননি সে বিষয়ে চমক আছে’
৩ মে ২০১৯ ১৬:১৪
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন পার্লামেন্টে যাননি তার ব্যাখ্যা তিনি দেবেন। পরবর্তী সময়ে আমরা জানতে পারব। এটি একটি চমক।
শুক্রবার (৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘বিএনপির পাঁচ সদস্য সংসদে গিয়েছে আমাদের সঙ্গে কথা বলে। উনারা প্রথমে গিয়ে বলেছে, খালেদা জিয়ার মুক্তি চাই। দলীয় সিদ্ধান্তের মাধ্যমে এ পাঁচ সদস্য পার্লামেন্টে গিয়েছেন।’
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গে স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘ম্যাডামকে আদালত জামিন দিচ্ছে না। উচ্চ আদালতে আপিলে গেলেও তা নামঞ্জুর হয়। নিম্ন আদালতগুলো সাধারণ মানহানির মামলায়ও জামিন দেয় না।’
বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ আলোচনাসভায় সভাপতিত্ব করেন।
সারাবাংলা/এআই/একে
আরও পড়ুন
শপথ নিয়েই সংসদে বিএনপির ৪ এমপি
শপথ নিলেন বিএনপির ৪ বিজয়ী, বাকি কেবল ফখরুল
‘দুয়েকজন শপথ নেওয়ায় বিএনপির ক্ষতি হবে না’
বিএনপির এমপিদের শপথ নিতে সরকারের কোনো চাপ নেই: প্রধানমন্ত্রী