Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রস্তুতি না থাকায় ৫ লাখ মানুষ মারা গিয়েছিল’


৫ মে ২০১৯ ১৮:৪২

আমির হোসেন আমু

ঢাকা: কোনোরকম প্রস্তুতি না থাকায় ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

রোববার (৫ মে) দুপু‌রে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণবিতরণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলন আমির হোসেন আমু এ কথা বলেন।

আমু ব‌লেন, ‘ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশ যতটুকু আঘাত হানার কথা, ততটুকু না আনায় আমরা স্বস্তিতে আছি। দুঃখজনক হলেও সত্য কয়েকটি জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ আর নেত্রী নির্দেশে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্যরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আগামীকাল সোমবার (৬ মে) সকাল থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দলীয় ত্রাণ কার্যক্রম এবং সরকারের ত্রাণ বিতরণের কার্যক্রম পর্যাবেক্ষণ করব। যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা প্রস্তুতি নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন। নেত্রীর নির্দেশে অত্যন্ত সুন্দরভাবে বিগতদিনের মতো ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুতি নিয়েছিলাম ‘

আরেক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘নোয়াখালীর সুর্বণচরের দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ত্রাণ বিতরণ করবেন।’

অপরদিকে একইদিন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন বরগুনায় ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত নন্দি রায়, আওয়ামী কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/একে

আওয়ামী লীগ ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় ফণী ফণী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর