Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণটিকায় কোনো ভাওতাবাজি, প্রতারণা নেই: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২১ ১৭:১৮

ফাইল ছবি

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সেকেন্ড ডোজ রেখেই ফাস্ট ডোজ দিতে শুরু করেছি। চালান নিশ্চিত করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণটিকা কার্যক্রম শুরু করেছেন। এখানে কোনো ভাওতাবাজি নেই। এখানে কোনো প্রতারণা নেই।’

রোববার (৮ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন। পরে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এক হাজার করোনা চিকিৎসকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেন, ‘আমি জানি আগস্ট মাস এলেই আপনি ইতিহাসের অনেক অবাঞ্ছিত প্রশ্নের মুখোমুখি হন। অনেক অবাঞ্ছিত সত্য আপনার দলকে বিব্রত করে। আপনাকে বিব্রত করে। অস্থির যন্ত্রণায় আপনারা ছটফট করেন। আপনাদের গা জ্বালা করে, গাত্রদাহ শুরু হয়। আগস্ট মাস আপনাদের জন্য বড় বিব্রতকর।’

গণটিকা কর্মসূচিও সরকার দলীয়করণ করেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘প্রশ্ন করি অনেক, কিন্তু প্রশ্নের জবাব পাই না? আপনারা ভাওতাবাজি করে দেশ শাসন করেছেন। মানুষের সঙ্গে ভাওতাবাজি করছেন। এই দেশে জনগণের সঙ্গে ভাওতাবাজি করেছেন। এর জবাব চাই আপনার কাছে?’

ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আহ্বায়ক এ কে এম রহমতুল্লাহ সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সভায় আরও বক্তব্য রাখেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারসম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু আহমেদ মান্নাফী ও হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

ওবায়দুল কাদের গণটিকা প্রতারণা বিএনপি ভাওতাবাজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর