Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশকে মেধা মননে পঙ্গু করতে বুদ্ধিজীবী হত্যা


১৩ ডিসেম্বর ২০১৭ ১৬:৫৬

 

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশকে মেধা-মননে পঙ্গু করতে একাত্তরে চূড়ান্ত বিজয়ের উষালগ্নে  বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদৎ বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, ‘১৪ ডিসেম্বর একটি বেদনাময় দিন। এই দিনে চূড়ান্ত বিজয়ের ঊষালগ্নে বাংলাদেশকে মেধা মননে পঙ্গু করার হীন উদ্দেশ্যে হানাদার বাহিনীর দোসররা দেশের প্রথিতযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানীসহ বিশিষ্ট বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে।’

বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হানাদার বাহিনী ও তাদের দোসররা মনে করেছিল, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করলেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়বে এবং উন্নয়ন অগ্রগতি রুদ্ধ করে দেওয়া যাবে। স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে মুখ থুবড়ে পড়বে। কিন্তু তাদের সে লক্ষ্য ব্যর্থ হয়েছে।’

পৃথক এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৪ ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। মুক্তিযুদ্ধের শেষলগ্নে হানাদার বাহিনীর দোসররা এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করেছিলো। পৈশাচিক সে হত্যাকাণ্ড জাতির জীবনে সৃষ্টি করেছে এক গভীর ক্ষত।’

সারাবাংলা/এজেড

 

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর