Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২২ ১৬:৩৯

গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেন, ‘দেশের রেলক্রসিং যেন মরণফাঁদ। সারাবিশ্বে রেলপথে যাতায়াত নিরাপদ হিসেবে বিবেচিত হলেও বাংলাদেশে যেন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ৫০ বছরে দেশের রেলপথ নিরাপদ হয়নি।’

শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় এই উদ্বেগ জানান জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অনুসারে দেশের প্রায় ৮২ ভাগ রেলক্রসিং অরক্ষিত। এই সকল অরক্ষিত রেলক্রসিংয়ে নেই পাহারাদার ও কোনো প্রতিবন্ধক। আবার ১৮ ভাগ রেলক্রসিংয়ে পাহারাদার ও প্রতিবন্ধক থাকলেও সেখানে অবহেলার অন্ত নেই। তাই প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, প্রতিবছর প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের।

বিজ্ঞাপন

রেল বিভাগের অবহেলা ও অব্যবস্থাপনা দেখার যেনো কেউ নেই। প্রতিটি দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও, তদন্ত প্রতিবেদন জানতে পারেনা দেশের মানুষ। দুর্ঘটনা রোধে সরকার কী ব্যবস্থা নিচ্ছে তাও কেউ জানতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘রেলপথে মৃত্যুর মিছিল মেনে নেওয়া যায় না। আধুনিক যুগে রেলপথের দুর্ঘটনাগুলো প্রমাণ করে আমরা কতটা পিছিয়ে আছি। দেশের রেলপথ নিরাপদ করতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।’

সারাবাংলা/এএইচএইচ/এনএস

অরক্ষিত রেলক্রসিং গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর