Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান সরে যাওয়ায় ১২ দলের সন্তোষ

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৩ ১৮:২৬

ঢাকা: জোটের শরিক দল ডা. মুস্তাফিজুর রহমান ইরান নেতৃত্বাধীন ‘বাংলাদেশ লেবার পার্টি’ জোট থেকে সরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের নেতারা।

গণমাধ্যমে পাঠানো জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদার সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতাদের সঙ্গে অশোভন ও ঔদ্ধতপূর্ণ আচরণ ও জোটের শৃঙ্খলা ভঙ্গের কারণে জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরানকে নিয়ে শরীকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমন অবস্থায় বাংলাদেশ লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়াতে জোট নেতারা সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে, রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ এলডিপি কার্যালয়ে ১২ দলীয় জোটের বৈঠক হয়। বৈঠকে জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/একে

বাংলাদেশ লেবার পার্টি মোস্তাফিজুর রহমান ইরান