‘দেশের নাম বদল ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা’
১৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৮
সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর প্রতিক্রিয়ায় নেতারা বলেছেন, ‘সাংবিধানিকভাবে বাংলাদেশের নাম বদল করলে ৩০ লাখ শহিদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এর ফলে ‘৭২ এর সংবিধানের চার মূলনীতির অন্যতম তিন মূলনীতি উচ্ছেদ করে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব করেছে তা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের রাষ্ট্র দর্শনের বিরোধীতা।’
শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর নেতারা এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, অর্ন্তবর্তি সরকার কোনভাবেই সংবিধানের মূলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ পেড়িয়ে একটি জাতীয় আত্মপরিচয় খুঁজে পেয়েছে। অসাম্প্রদায়িকতার চূড়ান্ত রূপে ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মনিরপেক্ষ চেতনা বিকশিত করেছে। শ্রমজীবি মেহনতি মানুষের জাতীয় মুক্তির লড়াইয়ে সামিল থেকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি অর্জিত হয়েছে। এর কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে জাতির সকল লড়াই অস্তিত্বহীন হয়ে পড়বে, যা কোনভাবেই কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘জনগণের স্বার্থে কোন সংস্কার প্রয়োজন হলে রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার সকল রাজনৈতিক পক্ষকে নিয়ে সেটি করতে হবে। তাহলে এটিই হবে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা।’
সারাবাংলা/এএইচএইচ/এমপি