Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ

স্পেশাল‌ করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৮ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪১

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের দাবিতে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা।

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তান্ডব ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের নেতৃত্ব দেন কলেজ ছাত্রদল সভাপতি মাহামুদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামরুল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহম্মেদ।

মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি মাহমুদ হাসান রুবেল বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশকে অস্থিতিশীল বানানোর জন্য তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আমরা দেখেছি ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে ছাত্রলীগকে নামমাত্র নিষিদ্ধ করলেও তাদের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। ফলে ফেব্রুয়ারি মাসে এরকম কর্মসূচির মাধ্যমে তাদের ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে, যা পুরোপুরি এ সরকারের ব্যর্থতা দৃশ্যমান হয়েছে। আমরা বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

সারাবাংলা/এসআর

ছাত্রদলের বিক্ষোভ ছাত্রলীগের বিচারের দাবি মোহাম্মদপুর কলেজ ছাত্রদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর