Sunday 23 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের আগে গণহত্যার বিচার করতে হবে: জামায়াত নেতা শাহজাহান

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২

নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠক। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: নির্বাচনের আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে নগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, ‘দেশকে অশান্ত করতে আওয়ামী অপশক্তি নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতির ঐক্যের মাধ্যমে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতারিরোধী অপরাধ ও গণহত্যায় দায়ীদের বিচার নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে।’

সভাপতির বক্তব্যে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের অর্থে নির্মিত সিসিটি ও এনসিটি টার্মিনাল দেশি-বিদেশি স্বার্থন্বেষী মহলের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এর আগে চট্টগ্রাম বন্দরের অর্থে নির্মিত পতেঙ্গা কন্টেনার টার্মিনাল একটি সৌদি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অসম চুক্তির মাধ্যমে ২২ বছরের জন্য সেটি বরাদ্দ দিয়েছে। সেই চুক্তি এখনও অপ্রকাশিত। এ বরাদ্দের সুবিধাভোগী হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা পরিবার ও তার পদলেহনকারীরা।’

বৈঠকে আরও বক্তব্য রাখেন- নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসআর

গণহত্যার বিচার চট্টগ্রাম জামায়াত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান মুহাম্মদ শাহজাহান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর