ছাত্র-আন্দোলনে আহতদের জন্য বিএনপির ইফতার মাহফিল
৮ মার্চ ২০২৫ ২১:৩৩ | আপডেট: ৮ মার্চ ২০২৫ ২৩:৩১
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহতদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করল বিএনপি। শনিবার (০৮ মার্চ) পিজি হাসপাতালে আয়োজিত এ ইফতার মাহফিলে সেখানে চিকিৎসাধীন আহত ছাত্র-জনতা অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ডা. হাসনাত আহসান. ডা. মো. আরিফুল হক (ডেপুটি ডিরেক্টর), ডা. মো. সাইফুল ইসলাম, ডা. শাকিল আহমেদ প্রমুখ।
ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সর্বদা পাশে ছিল, এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।’’
আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা যেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছেন, যারা আপনাদের চিকিৎসায় বাধা দিয়েছে তাদের অনেকে এখনও স্বাস্থ্যখাতে বহাল তবিয়তে আছেন। এই বিষয়গুলো স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এইসব ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের দূর করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’’
তিনি বলেন, ‘‘গত ১৬ বছর ধরে বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের দাবি কিন্তু ছিল দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যেমে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। আমাদের কিন্তু একদফা দাবি অনেক আগে থেকেই ছিল। এরপর আপনাদের আন্দোলন যখন একদফাতে আসল, তখন একাত্মতা প্রকাশের মাধ্যেমে কিন্তু আন্দোলন চূড়ান্ত সফলতা লাভ করে।’’
তিনি বলেন, ‘‘দেশ নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। আপনাদের চিকিৎসা যেন ঠিকভাবে হয়, সে ব্যাপারে আমি স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলেছি, আমরা চাই আপনাদের চিকিৎসা সঠিকভাবে হোক, প্রয়োজনে যাদের দরকার তাদের বিদেশে পাঠানো হোক।’’
সারাবাংলা/এজেড/এসআর
ছাত্র আন্দোলন ছাত্র-আন্দোলনে আহত বিএনপি বিএনপির ইফতার সারাবাংলা