Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ আ’লীগ-বিএনপির হাত থেকে মুক্তি চায়’


২২ ডিসেম্বর ২০১৭ ১৭:৩৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বলেছেন, ‘রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে প্রমাণ হয়েছে আ.লীগ-বিএনপির জনপ্রিয়তা কমেছে। জনগণ নতুন শক্তির আকাঙ্ক্ষা নিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। তারা আ’লীগ-বিএনপির হাত থেকে মুক্তি চায়।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘রসিক নির্বাচনে সরকারি দল ভোট কারচুপি করতে পারে নাই। এ কারণেই তাদের পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। দেশবাসী জনগণের পক্ষের রাজনৈতিক শক্তির পথ চেয়ে আছে। আর যুক্তফ্রন্ট জনগণের সেই কাঙ্ক্ষিত মুক্তির সংগ্রামে নেতৃত্ব দেবে।’

তিনি বলেন, ‘সরকারি দলের প্রায় সকলেই দুর্নীতিতে আচ্ছাদিত। দুর্নীতি এখন এক মহাব্যধিতে পরিণত হয়েছে। এই ব্যধির বিরুদ্ধেই সংগ্রাম গড়ে তুলতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোমলমতি ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত ধ্বংস করতে প্রশ্নপত্র ফাঁস, নারী-শিশু নির্যাতন এবং হত্যা-গুমের মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টিকারী এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।’

বিজেডির চেয়ারম্যান ডা. এস. এম শাজাহানের সভাপতিত্বে ও মহাসচিব মাহবুবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, কৃষক-শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, সোনার বাংলা পার্টির সভাপতি শেখ আবদুল নূর, সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশিদ,  জন দলের ভাইস চেয়ারম্যান আতিকুল ইসলাম, আবুল হাশেম সরকার, ক্যাপ্টেন (অব.) রফিক আহমেদ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান, হারুন অর রশীদ, ঢাকা মহানগরের আহ্বায়ক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক জন দলের সদস্য সচিব মিলন বসু, শ্রমিক জন দলের আহ্বায়ক এমরান প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দুই বড় দল দেশটাকে আবারো সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছে। এদের ব্যাপারে সচেতন থাকতে হবে। জনগণের সত্যিকারে মুক্তির জন্য যুক্তফ্রন্টকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’

আবদুল মালেক রতন বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছরেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। দুই মেরুর রাজনীতিতে লুটেরারা ভর করে দেশকে লুণ্ঠনে ব্যস্ত। এই অবস্থা থেকে দেশ-জাতিকে মুক্তি দিতে প্রয়োজন গণআন্দোলন।’

হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক বলেন, ‘স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা দেশ পরিচালনায় অংশ নিতে পারেননি। বরং ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তানের অনুগত ছিল তারাই ১৬ ডিসেম্বরের পর দেশ পরিচালনা করেছে। এ কারণেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি।’

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষ শক্তিকে মনে রাখতে হবে, মানুষের চেতনার বিপ্লব ঘটাতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না। তাই সচেতন ও সংস্কৃতিমনস্ক জাতি গঠনে  সর্বাগ্রে জোর দিতে হবে। শুধু অর্থনৈতিক মানদণ্ডে উন্নয়নের বিচার করতে গেলে তা হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী।’

সারাবাংলা/এজেড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর