Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৫:৫৬

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

যশোর: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে। আগামী দিনের নেতৃত্বে তাদের সামনে আনতে হবে। পরিশুদ্ধ রাজনীতি করতে হবে। কোন‌ অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা সঙ্গে সাংগঠনিক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) ১১টার দিকে যশোর জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ইসহকের সভাপতিত্বে আইনজীবী সমিতিতে এ সভা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার সাকিবুজ্জামান, সহ সমাজ কল্যাণ সম্পাদক উজ্জ্বল হোসেন, ক্রীড়া সম্পাদক নার্গিস পারভীন মুক্তি, সহ পরিবেশ সম্পাদক নূরে আলম সিদ্দিকী সোহাগ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জাফর সাদিক, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ গফুর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি আমিনুর রহমান, আইনজীবী নেতা মুক্তাদিরুল হক মুক্তা, তাহমিদ আকাশসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর