Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা ৫দিন অনশনে ৪৩তম বিসিএস’র গেজেটবঞ্চিতরা, হাসপাতালে ৩ জন

ঢাবি করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:৫৫

– (ফাইল ছবি: সংগৃহীত )

ঢাবি করেসপন্ডেন্ট: ৪৩তম বিসিএসের ‘গেজেটবঞ্চিত’ ক্যাডার অফিসারদের গেজেটভুক্ত করা এবং ‘সরকারি চাকরি ভ্যারিফিকেশন নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন করছেন গেজেটবঞ্চিতরা। চলমান এ অনশনে অংশ নেয়া ৫ জনের মধ্যে ৩ জনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বাকি ২ জন এখনো অনশনরত অবস্থায় রাজু ভাষ্কর্যে আছেন এবং প্রায় ৩০ জন গেজেট প্রত্যাশী তাদের সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে এ চিত্র দেখা গেছে।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হওয়া এই অনশনে অংশগ্রহণ করেন ৫ জন গেজেটপ্রত্যাশী। তারা হলেন- মো. ফয়সাল চোকদার (বিসিএস সাধারণ শিক্ষা), মো. মতিউর রহমান (বিসিএস সাধারণ শিক্ষা), এম এ হান্নান সরকার (বিসিএস সাধারণ শিক্ষা), দেবাশীষ ঘোষ (বিসিএস সাধারণ শিক্ষা) ও সমরজিত চক্রবর্তী (বিসিএস সাধারণ শিক্ষা)।

তাদের মধ্যে দেবাশীষ ঘোষ ও সমরজিত চক্রবর্তী গতকালই অসুস্থ হয়ে রাজু ভাষ্কর্য থেকে হাসপাতালে চিকিৎসা নিতে যান এবং ফয়সাল চোকদার আজ হাসপাতালে গিয়েছেন বলে জানিয়েছেন রাজু ভাস্কর্যে অবস্থানরত গেজেট প্রত্যাশিরা।

অনশনরতদের সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান নেয়া আফসানা পারভীন ৪৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে গেজেটবঞ্চিত হয়েছেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা ৪৩তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে বাদ পড়েছিলাম ২২৭ জন। আমরা একটি গেজেটের দাবিতে অনশন অবস্থান কর্মসূচি পালন করছি । আমাদের দাবী পূরণ না হওয়া পর্যন্ত এ আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।’

৪৩তম বিসিএস সমবায় ক্যাডারে গেজেটবঞ্চিত

কৃষ্ণ বর্মন সারাবাংলাকে বলেন, আমরা আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্য ছেড়ে যাচ্ছি না। আমাদের সাথে আরো কয়েকজন নতুন করে অনশনে বসতে পারেন। যারা হাসপাতালে আছেন তারাও কিছুটা সুস্থ হয়ে অনশনে ফিরে আসবেন।

স্ত্রী মাহফুজা আক্তার কৃষি ক্যাডারে গেজেট বঞ্চিত হয়েছেন বলে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন স্বামী আপেল মাহমুদ। তিনি সারাবাংলা কে বলেন, ” আমার স্ত্রী কৃষি ক্যাডার থেকে গেজেট বঞ্চিত হয়েছেন। তার ছোট একটি বাচ্চা থাকায় সে এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। তার হয়ে আমি এখানে সংহতি জানাচ্ছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/আরএস

৪৩তম বিসিএস’র গেজেটবঞ্চিতরা অনশন কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর