বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে হাজারো নেতাকর্মীদের প্রস্তুতি
৩ মে ২০২৫ ১৬:৫০
সিলেট: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন সোমবার (৫ মে)। লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে প্রথমে সিলেটে অবতরণ করবেন তিনি।
এ সময় সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তাঁরই দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও সফরসঙ্গী হিসেবে থাকবেন।
বিমানের জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার সারাবাংলাকে জানিয়েছেন, বিমানটি লন্ডন থেকে রোববার সন্ধা ৬টা ২০ মিনিটে ছাড়বে। পৌঁছবে সোমবার সকাল ৯টা ২০ মিনিটে। যাত্রী নামানোর পর ১০টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছেড়ে যাবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী প্রেস মিডিয়ায় পাঠানো যৌথ বিবৃতিতে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিজ নিজ ব্যানার সহকারে সকাল ৮টার মধ্যে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ তার ফেসবুকে জানান, আগামী ৫ মে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৯টায় সিলেট উসমানী বিমান বন্দরে অবতরণ করবেন।
যুবদলের সব নেতারা সোমবার (৫ মে) সকাল ৯টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মী ও সমর্থক নিয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে লন্ডন থেকে চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়া দেশের মাটিতে প্রথমবারের মত সিলেটে ঐতিহাসিক প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জুড়ে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে বিপুল উৎসাহ ও উদ্দীপনা।
সারাবাংলা/এমপি