২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যায় ৫৮ জন নিহত: উপ-প্রেস সচিব
৩ মে ২০২৫ ১৭:২৮ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:৪২
ঢাকা: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে চালানো গণহত্যায় ৫৮ জন নিহত হয়েছেন বলেন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রতিবার যখন হেফাজতে ইসলাম কোনো বড় ধরনের কর্মসূচি কিংবা বিক্ষোভের আয়োজন করে, আমার মনে পড়ে যায় এক ভয়াবহ অধ্যায়ের কথা—শাপলা চত্বরের সেই রক্তাক্ত রাত। মনে পড়ে যায়, হিউম্যান রাইটস ওয়াচের হয়ে শাপলা চত্বর গণহত্যা নিয়ে করা আমার গভীর অনুসন্ধানের কথা।
তিনি বলেন, আসলে কতজন প্রাণ হারিয়েছিল সেদিন, তখন আমি ও ঢাকা-স্থায়ী প্রাক্তন বিবিসি সংবাদদাতা মার্ক ডামেট এই জটিল সত্য উন্মোচনের দুঃসাহসিক দায়িত্ব কাঁধে নিই। আমাদের তদন্তে উঠে আসে একটি চাঞ্চল্যকর চিত্র। টানা দুই দিনের সেই সহিংসতায় অন্তত ৫৮ জন প্রাণ হারান, যার মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও ছিলেন সাত জন।
উপ-প্রেস সচিব বলেন, যারা আজ সাংবাদিকতার জগতে নতুনভাবে প্রবেশ করেছেন, মানবাধিকার রক্ষার সংগ্রামে যুক্ত হয়েছেন, তারা হয়তো বুঝতেই পারবেন না, সেই অনুসন্ধান কতটা ঝুঁকিপূর্ণ ও ক্লান্তিকর ছিল। দুই সপ্তাহ ধরে আমরা ঢাকার অলিগলি ঘুরেছি, হাসপাতালের রেজিস্টার ঘেঁটেছি, নিহতদের পরিবারগুলোর কান্না শুনেছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, এমনকি কবরস্থান ঘুরে দাফনের তথ্য সংগ্রহ করেছি। মানুষকে বিশ্বাস করাতে হয়েছে, ভয়ের দেওয়াল ভাঙতে হয়েছে। আর প্রতিটি মুহূর্তে বুকের ভেতর একটা আতঙ্ক কাজ করত- কোনো নিরাপত্তা বাহিনীর নজরে পড়ে গেলেই হয়তো গায়েব হয়ে যেতে পারি।
তিনি আরও বলেন, নিরাপত্তার কারণে তখন নিজের ভূমিকা কখনোই প্রকাশ করতে পারিনি। তবুও, আজ যখন দেখি কোনো সাংবাদিক আমার সেই কাজের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করছেন, তখন এক ধরনের নির্মল আনন্দ অনুভব করি- ভয় আর অজ্ঞতার দেয়াল পেরিয়ে সত্য একদিন আলো দেখবেই।
সারাবাংলা/এমএইচ/ইআ