ঢাকা: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অজ্ঞাত আরও এক কিশোর। আহত কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৩ মে) পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, ঢাকা গামী সুরমা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক ঘটনাস্থলে মারা যায়। তার বয়স হবে আনুমানিক (২৫) বছর। আহত কিশোরের বয়স ১৪ বছর হবে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।