ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্টের দল ঘোষণা জিম্বাবুয়ের
৩ মে ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:১০
২০০৩ সালে সর্বশেষ সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল দুই দল। এরপর পেরিয়ে গেছে প্রায় ২২ বছর। দীর্ঘ এই সময়ে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার পালা। প্রায় দুই যুগ পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। আসন্ন এই টেস্টের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তাদের পর ট্রেন্ট ব্রিজে আগামী ২২ মে শুরু হতে যাওয়া এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়েও।
বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করেছে জিম্বাবুয়ে। সিলেটে প্রথমটিতে ৩ উইকেট জিতলেও চট্টগ্রামে দ্বিতীয়টিতে হেরেছে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। সেই সিরিজে ছিলেন না অলরাউন্ডার সিকান্দার রাজা। তবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ঐতিহাসিক টেস্টের জন্য দলে ফিরেছেন তিনি, বাদ পড়েছেন জোনাথন ক্যাম্পবেল। চোট কাটিয়ে ফিরেছেন উইকেটকিপার ক্লাইভ মাদান্দে, তাকে জায়গা করে দিতে স্কোয়াড থেকে পড়েছেন নিয়াশা মায়াভো।
এই টেস্টের দল থেকে বাদ পড়েছেন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই পাঁচ উইকেট নেয়া লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ইংলিশ কন্ডিশনে কথা চিন্তা করে তার বদলে অতিরিক্ত একজন পেসার নিউম্যান ন্যামহুরিকে ১৫ সদস্যের স্কোয়াডে রেখেছে জিম্বাবুয়ে।
২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড
রাজনৈতিক কারণে ২০০৩ সালের পর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ধরবেই দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ইংল্যান্ড। লাল বলের ক্রিকেটে দুই দলের সর্বশেষ লড়াইয়ের সাক্ষী হয়ে আছে চেস্টার লি স্ট্রিটের মাঠ। ২২ বছর পর লাল বলের ক্রিকেটে মুখোমুখি হলেও সেই টেস্টের ব্যপ্তি রাখা হয়েছে চার দিন। কারণ অনেকদিন ধরেই টেস্টকে চারদিনে নামিয়ে আনার পরিকল্পনা করছে আইসিসি। ট্রেন্ট ব্রিজ টেস্টও সেই পরিকল্পনার অংশ বলেই মনে করছেন অনেকে।
আসন্ন এই টেস্টের পরেও আরও একটা চার দিনের ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আসন্ন ৩ জুন আরুনডেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রোটিয়ারা এই ম্যাচ দিয়েই আগামী ১১ জুন লর্ডসে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নেবে।
ইংল্যান্ড দল: বেন স্টোকস অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ ও জশ টাং।
জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), বেন কারান, ট্রেভন গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর ন্যুয়াচি, সিকান্দার রাজা, তাফাদজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।
সারাবাংলা/জেটি
ইংল্যান্ড ক্রিকেট দল জিম্বাবুয়ে ক্রিকেট দল টেস্ট টেস্ট সিরিজ সিকান্দার রাজা