Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুবিতে শিক্ষককে মারধর: সাবেক শিক্ষার্থীর ছাত্রত্ব-সনদ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৮:৪৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৮:৪৫

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে মারপিটের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোবারক হোসেন নোমানের ছাত্রত্ব ও সনদ সাময়িক স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সভায় সভাপতিত্ব করেন।

সভায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো ইমদাদুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন এবং ৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া মারধরের ঘটনায় ফৌজদারি মামলা দায়ের এবং অভিযুক্তের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে উপাচার্য বলেন, ‘তার সনদ ও ছাত্রত্ব সাময়িক স্থগিত থাকবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, শুক্রবার (২ মে) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে খুবির সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকিকে বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী মোবারক হোসেন নোমান মারপিট করে। এ ঘটনায় তিনি অজ্ঞান হয়ে পড়লে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

সারাবাংলা/এসডব্লিউ

খুবিতে শিক্ষককে মারধর খুলনা বিশ্ববিদ্যলয় সাবেক শিক্ষার্থীর ছাত্রত্ব-সনদ স্থগিত