ইছামতী রক্ষায় পুনঃখনন শুরু, ‘প্রাণ ফিরবে’ নদী ও মানুষের
৩ মে ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৩ মে ২০২৫ ২০:৪২
পাবনা: দীর্ঘদিন পর পাবনা শহর অংশের পাঁচ কিলোমিটার ইছামতী নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। খনন কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত পাবনাবাসী। তাদের প্রত্যাশা ফের স্রোতস্বীনি হবে ইছামতী। বৃদ্ধি পাবে সৌন্দর্য। ‘প্রাণ ফিরবে’ নদী ও মানুষের।
শনিবার (৩ মে) সকালে শহরের লাইব্রেরী বাজার পুরাতন ব্রীজের পাশে পুনঃখনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। এসময় পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সেনাবাহিনী সদস্য ও নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নদী পাড়ে মানববন্ধন করেন ইছামতী নদী উদ্ধার আন্দোলন পাবনার সদস্যরা। তারা সব জটিলতা কাটিয়ে দ্রুত খনন কাজ শেষ করে নদীটিকে প্রবাহমান করার দাবি জানান। কোনো অপশক্তি দখলদার যেন এ কাজ বন্ধ করতে না পারে সে দাবিও তুলে ধরেন তারা।
প্রসঙ্গত, নদীকে বাঁচাতে ২০১৬ সালে ‘ইছামতি নদী উদ্ধার আন্দোলন’ এর ব্যানারে আন্দোলনে নামে পাবনাবাসী। কিন্তু অবৈধ দখলদারদের মামলা আর রাজনৈতিক প্রভাবে গতি পায়নি নদী উদ্ধার কার্যক্রম। কয়েকদফা শুরু হলেও মুখ থুবরে পড়ে উদ্ধার কাজ।
অবশেষে ইছামতি নদী পুনরুজ্জীবিকরণ প্রকল্প গ্রহণ করে নদীর প্রাণ ফেরানোর উদ্যোগ নেয় সরকার। তারই ফলশ্রুতিতে ২০২৩-২৪ অর্থবছর থেকে নদী উদ্ধার কাজ শুরু হয়। এরিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
সিএস ম্যাপ অনুযায়ী সাঁথিয়ার জগন্নাথপুরের মাধপুর ক্লোজার পয়েন্ট থেকে পুনঃখনন শুরু হয়েছে। বর্তমানে বিভিন্ন পয়েন্টে বেশ জোরেসারে এগিয়ে চলেছে প্রকেল্পর কাজ। এছাড়া বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। প্রকল্পের আওতায় ইছামতি নদী পুনঃখনন করা হবে ৩৩ দশমিক ৭৭২ কিলোমিটার। আর কিছু নদী ও লিংক চ্যানেল মিলিয়ে মোট খনন করা হবে ১১০ দশমিক ২১৬ কিলোমিটার। এরিমধ্যে নদী খনন কাজ ৫০ ভাগ শেষ হয়েছে বলে জানা গেছে।
সারাবাংলা/এসআর
ইছামতী নদী ইছামতী রক্ষায় পুনঃখনন পাবনা পুনঃখনন শুরু প্রাণ ফিরবে’ নদী ও মানুষের