‘এই সরকারের মানবিক করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই’
৩ মে ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:১৪
কুমিল্লা: লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘গত কয়েক দিন আগে পররাষ্ট্র সচিব বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ ও আমেরিকা থেকে অনুরোধ করেছে যে একটি মানবিক করিডোর দিতে হবে। তবে এই সরকারের সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোনো মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই।’
শনিবার (৩ মে) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল শহিদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘এই মানবিক করিডোর সম্পর্কে বিদ্বান ও লেখাপড়া জানা এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে যাদের ধারণা আছে তারাই বুঝে আমাদের দেশকে বিভক্ত করার জন্য বা আমাদের দেশের যে সামুদ্রিক বন্দর রয়েছে সেগুলোতে প্রবেশের জন্য নানা রকম চক্রান্ত করে চীন, ভারত, আমেরিকা থেকে শুরু করে সকল রাষ্ট্র সেই সুযোগটা নিতে চায়। যদি কোনো মানবিক করিডোর দিতে হয় তাহলে নির্বাচিত সরকার দিবে। অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে এরপর মানবিক করিডোর দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে। এই সরকারের মানবিক করিডোর দেওয়ার কোনো এখতিয়ার নেই।’
সভায় চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টারের সভাপতিত্বে প্রভাষক মো. সোহেল খান এর সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহেরসহ আরও অনেকে।
সারাবাংলা/এসডব্লিউ
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ