খালে ভাসছিল হাতবাঁধা ব্যক্তির লাশ, পুলিশের ধারণা খুন
৩ মে ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ৩ মে ২০২৫ ২২:৫২
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তাকে খুন করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা পুলিশের।
শনিবার (৩ মে) বিকেলে নগরীর কোতোয়ালি থানার দেওয়ান বাজার এলাকায় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফ্রাদ জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাকে স্থানীয়রা কেউ চিনতে না পারায় পরিচয় শনাক্ত হয়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
‘দুই হাত বাঁধা অবস্থায় লাশটি পানিতে ভাসছিল। আবার হাতের সঙ্গে পলিথিন লাগানো ছিল। পলিথিন সম্ভবত নালার পানিতে ভাসমান অবস্থায় লেগেছে। আমাদের ধারণা, তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর জোয়ারের পানিতে ভেসে লাশটি খালে এসেছে,’– বলেন পুলিশ পরিদর্শক রুবেল আফ্রাদ।
সারাবাংলা/আরডি/পিটিএম