Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধা নিয়ে এলো জাতিক ক্যাপিটাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২২:১৮

ঢাকা: বাংলাদেশে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে জাতিক লিমিটেড। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য এক অনন্য সুযোগ হিসেবে জাতিক ক্যাপিটাল নামে একটি নতুন বিনিয়োগ সেবা চালু করেছে। জাতিকইজি’র সেবাগ্রহণকারী মার্চেন্টদের জন্য সুদমুক্ত, নির্দিষ্ট সময়সীমা মুক্ত ও রেভিনিউ-শেয়ারিং ভিত্তিক মডেল ব্যবহার করে এ বিনিয়োগ সেবা দেওয়া হবে।

শনিবার (৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জাতিক ক্যাপিটালের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিকইজি প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তারা যেন তাদের বিক্রয়ের হিসাব ও কার্যক্রমের ওপর ভিত্তি করে স্বচ্ছভাবে বিনিয়োগ পেতে পারেন; নিজেদের ব্যবসার আওতা বৃদ্ধি করতে পারেন এবং একইসঙ্গে নিজেদের লাভের পরিমাণ বাড়াতে পারেন। এই পদ্ধতির মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক অবস্থানের ওপর ভিত্তি করে ১০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়ার সুযোগ পেতে পারেন। সুদমুক্ত ও নির্দিষ্ট সময়সীমা মুক্ত এই বিনিয়োগের অর্থ পরিশোধ করা উদ্যোক্তাদের বিক্রয়ের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

‘নো ইন্টারেস্ট, নো ডেডলাইনস, নো পেনাল্টিজ’ এই মূলমন্ত্রকে ধারণ করে ডিজিটাল উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে চায় জাতিক ক্যাপিটাল। এক্ষেত্রে, উদ্যোক্তাকে জাতিকইজি প্ল্যাটফর্মে অন্তত ৪ মাস সক্রিয় থাকতে হবে এবং তাদের বিক্রয় পারফরম্যান্স স্থিতিশীল হতে হবে। এ ছাড়া, তাদের জাতীয় পরিচয়পত্রের মতো কেওয়াইসি প্রক্রিয়া যথাযথভাবে পূরণ করতে হবে এবং ব্যবসায়ের সঠিক তথ্য সরবরাহ করতে হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জাতিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতান মনি বলেন, ‘আমরা আমাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকশিত হতে চাওয়া উদ্যোক্তাদের সঙ্গে একযোগে কাজ করতে চাই। জাতিকে আমরা বিশ্বাস করি, সফল হতে গেলে একসঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। আমরা তাই, আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী ডিজিটাল উদ্যোক্তাদের সঙ্গে একত্রে বিকশিত হতে চাই। আমরা আমাদের মার্চেন্টদের ব্যবসায়িক সাফল্যের অংশীদার হতে চাই; তাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করার ক্ষেত্রে অবদান রাখতে চাই।

প্রযুক্তিগত দক্ষতা না থাকার পরও উদ্যোক্তারা যেন ডিজিটালভাবে বিকশিত হতে পারেন এবং নিজেদের ব্যবসা পরিচালনায় ডিজিটাল মাধ্যমকে অগ্রাধিকার দেওয়ার সুযোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই কাজ করে যাচ্ছে জাতিক লিমিটেড।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

উদ্যোক্তা জাতিক ক্যাপিটাল বিনিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর