Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি অভিজ্ঞতা নিতে মঙ্গোলিয়া সফরে ইসি রহমানেল মাছউদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২৩:৩২ | আপডেট: ৩ মে ২০২৫ ২৩:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: মঙ্গলিয়ার নির্বাচন সম্পর্কে জানতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গোলিয়া পাঠালো নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ মে) ইসির উপ-সচিব মো. শাহ আলম সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি মঙ্গোলিয়ায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিবেন। পরে দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।

গণতন্ত্র ও নির্বাচনি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন দেশে নির্বাচনি অভিজ্ঞতা নিতে সফর করে থাকে সংশ্লিষ্টদের আমন্ত্রণে। একইসঙ্গে বাংলাদেশও বিভিন্ন সময় অন্য দেশের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়।

আগামী ৮ মে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নির্বাচনি অভিজ্ঞতা মঙ্গোলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর