Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি অভিজ্ঞতা নিতে মঙ্গোলিয়া সফরে ইসি রহমানেল মাছউদ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২৩:৩২ | আপডেট: ৪ মে ২০২৫ ১৩:১৩

ছবি: সারাবাংলা

ঢাকা: মঙ্গলিয়ার নির্বাচন সম্পর্কে জানতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গোলিয়া পাঠালো নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (৩ মে) ইসির উপ-সচিব মো. শাহ আলম সই করা এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।

জানা গেছে, সফরকালে প্রতিনিধি দলটি মঙ্গোলিয়ায় একটি আন্তর্জাতিক সেমিনারে অংশ নিবেন। পরে দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে।

গণতন্ত্র ও নির্বাচনি অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন দেশে নির্বাচনি অভিজ্ঞতা নিতে সফর করে থাকে সংশ্লিষ্টদের আমন্ত্রণে। একইসঙ্গে বাংলাদেশও বিভিন্ন সময় অন্য দেশের নির্বাচন কমিশনকে আমন্ত্রণ জানায়।

বিজ্ঞাপন

আগামী ৮ মে প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নির্বাচনি অভিজ্ঞতা মঙ্গোলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর