লা লিগা
ভায়াদোলিদকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা
৪ মে ২০২৫ ০৯:০৮
লড়াইটা ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের সঙ্গে তালিকার তলানিতে থাকা দলের। বার্সেলোনা ও ভায়াদোলিদ ম্যাচটা হওয়ার কথা ছিল একেবারেই একপেশে। তবে সেরকম কিছু হয়নি। বার্সার সঙ্গে সমানে সমান লড়াই করেছে আগেই অবনমন নিশ্চিত হওয়া ভায়াদোলিদ। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের স্বস্তি জয় পেয়েছে বার্সা। এই জয়ে রিয়ালের চেয়ে আবার ৭ পয়েন্ট এগিয়ে গিয়ে শিরোপার আরও কাছে চলে গেল কাতালানরা।
ভায়াদোলিদের মাঠে বার্সা মূল দলের ৯ ফুটবলারকে বিশ্রাম দিয়েছিল। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন বার্সা কিপার টের স্টেগেন। দ্বিতীয় সারির একাদশ নিয়ে মাঠে নামা বার্সাকে চমকে দিয়ে লিড নেয় স্বাগতিকরা। ৬ মিনিটে ইভান সানচেজের গোলে এগিয়ে যায় গত ১৪ ম্যাচে জয়হীন থাকা ভায়াদোলিদ।
পিছিয়ে পড়ে বার্সা যেন নড়েচড়ে বসে। একের পর এক আক্রমণ সাজিয়েও গোলটা যেন কিছুতেই আসছিল না। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে সমত ফেরায় বার্সেলোনা। ৫৪ মিনিটে ইয়ামালের অ্যাসিস্টে গোল পান রাফিনহা। ৬ মিনিট পরেই বার্সাকে লিড এনে দেন ফিরমিন লোপেজ। জেরার্ড মার্টিনেজের বাড়ানো বলে লোপেজের গোলেই গোলেই এগিয়ে যায় কাতালানরা।
ম্যাচে এরপর আরও কয়েকবার বল জালে জড়ান সুযোগ পেয়েছিল বার্সা। তবে ইয়ামাল, রাফিনহা সবাই গোলের সুযোগ নষ্ট করেছেন।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। ৩৩ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
সারাবাংলা/এফএম