গাজায় একদিনে আরও ৪৫ ফিলিস্তিনি নিহত
৪ মে ২০২৫ ১১:০২ | আপডেট: ৪ মে ২০২৫ ১২:২০
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫২ হাজার ৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার (৪ মে) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শনিবার (৩ মে) ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশুও রয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৭ জন নিহত এবং ২৭৫ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং এক লাখ ১৮ হাজার ৩৬৬ জন আহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন এবং উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
সারাবাংলা/ইআ